গাজীপুর

বেতন-বোনাস না দিয়ে কারখানায় তালা ঝুলিয়ে পালিয়েছেন দুই মালিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ২৭ মার্চ ২০২৫

গাজীপুরে ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ না করে কারখানায় তালা দিয়ে পালিয়েছেন দুই মালিক। এ ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন।

গাজীপুর মহানগরের সিগনেচার অ্যাপারেলস এবং কালিয়াকৈর উপজেলার হ্যাগ নিটওয়্যার নামের দুই পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে কিছু শ্রমিক কারখানা এলাকায় এবং কিছু শ্রমিক জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ধর্মঘট পালন করেন।

বেতন-বোনাস না দিয়ে কারখানায় তালা ঝুলিয়ে পালিয়েছেন দুই মালিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গাজীপুর মহানগরের গাছা থানার কুনিয়া তারগাছ এলাকার আসকর টওয়ারে অবস্থিত সিগনেচার অ্যাপারেলস নামের পোশাককারখানার শ্রমিক আনোয়ারা বেগম ও সুপারভাইজার মোহসীন জানান, ওই এলাকার আশিকুজ্জামানের ভবন ভাড়া নিয়ে জনৈক বিল্লাল গাজী সাবকন্ট্রাক্টে কারখানাটিতে প্যান্ট তৈরি করা হয়। চলতি বছরের ৪ জানুয়ারি কারখানাটি সাব কন্ট্রাক্টে চালু হয়। কারখানা চালু হওয়ার পর জানুয়ারির বেতন ১০ ফেব্রুয়ারি দেওয়ার কথা থাকলেও প্রত্যেকের হাজিরা ও ওভারটাইম কেটে তা ১৯ ফেব্রুয়ারি দেওয়া হয়।

ফেব্রুয়ারি মাসের বেতন ১৬ মার্চ দেওয়ার কথা থাকলেও তা পরিশোধ না করে প্রশাসনের মধ্যস্ততায় ২৩ মার্চ বেতন পরিশোধের আশ্বাস দেয় মালিক। কিন্তু ২৩ মার্চেও বেতন না দিয়ে কারখানার মালিক পলায়ন করেন। পরে মালিকের সন্ধান না পাওয়ায় কারখানাটির দায়িত্ব নেন ভবনটির মালিক আশিকুজ্জামান। দায়িত্ব নিয়ে তিনি জানান, শ্রমিকদের ফেব্রুয়ারি ও মার্চের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করবেন। কিন্তু ওই শর্ত ভঙ্গ করে পাওনাদি পরিশোধ না করেই বৃহস্পতিবার বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে কারখানা থেকে শ্রমিকদের বের করে তালা ঝুলিয়ে দেন তিনি।

কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের কামরাঙ্গাচালায় অবস্থিত হ্যাগ নিটওয়্যার নামের পোশাককারখানার শ্রমিক আশরাফুল ইসলাম বলেন, ২৫ মার্চ আমাদের গত ফেব্রুয়ারি ও মার্চের বেতন এবং ঈদ বোনাস পরিশোধের কথা ছিল। কিন্তু ২৫ মার্চ কারখানায় গিয়ে দেখি তালাবদ্ধ করে কারখানার মালিক, সিইওসহ সবাই পালিয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে বৃহস্পতিবার গাজীপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন শ্রমিকরা। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন তাদের স্মারকলিপি গ্রহণ করেন। বিষয়টি সমাধানে কাজ চলছে বলে তিনি জানিয়েছেন।

আমিনুল ইসলাম/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।