পোশাকশ্রমিককে কুপ্রস্তাব, রাজি না হওয়ায় চাকরিচ্যুত করার অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ২৭ মার্চ ২০২৫
ভুক্তভোগী পোশাকশ্রমিক

টাঙ্গাইলের মির্জাপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক পোশাকশ্রমিককে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার সাউথইস্ট টেক্সটাইল প্রাইভেট লিমিটেডের জেনারেল ম্যানেজার (জিএম) ও ডেপুটি জেনারেল ম্যানেজারের (ডিজিএম) নামে মির্জাপুর থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী পোশাকশ্রমিকের অভিযোগ, কয়েক মাস আগে তিনি সাউথইস্ট গার্মেন্টস প্রতিষ্ঠানে চাকরি নেন। চাকরি নেওয়ার পর থেকেই জেনারেল ম্যানেজার আলতাব হোসেন ও ডেপুটি জেনারেল ম্যানেজার সাক্ষর হোসেন তাকে একাধিকবার কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাবে রাজি না হওয়ায় ১৭ মার্চ বেতন বাড়ানোর কথা বলে তাকে একটি কাগজে সই দিতে বলা হয়। সই দেওয়ার পর তার আইডি কার্ড কেড়ে নিয়ে তাকে অফিস থেকে বের করে দেওয়া হয়। প্রতিবাদ করলে তাকে হত্যার হুমকি দেন ওই দুই কর্মকর্তা।

বিজ্ঞাপন

এরপর ২০ মার্চ ওই পোশাকশ্রমিককে অফিসে ডেকে নিয়ে আবার কুপ্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবে রাজি হলে তাকে চাকরি ফিরিয়ে দেওয়া হবে বলে প্রলোভন দেখান তারা। এতেও তিনি রাজি না হলে তাকে অফিস থেকে বের করে দেওয়া হয়। পরে ২২ মার্চ জিএম ও ডিজিএমের বিরুদ্ধে মির্জাপুর থানায় অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী।

এ বিষয়ে সাউথইস্ট টেক্সটাইল প্রাইভেট লিমিটেডের জেনারেল ম্যানেজার আলতাব হোসেন বলেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। গত তিন মাসে বেশ কিছুদিন অনুপস্থিত ও কর্মদক্ষতা না বাড়ায় আমাদের নিয়ম অনুযায়ী তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা দেওহাটা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহাদাৎ হোসেন বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।

আব্দুল্লাহ আল নোমান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।