৫ টাকায় পছন্দের পোশাক ও খাদ্যসামগ্রী পেলো শিশুরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২৭ মার্চ ২০২৫

ঈদ উপলক্ষে মেহেরপুরে সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে ভাবনা নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মাত্র পাঁচ টাকার বিনিময়ে শিশুদের হাতে তুলে দিয়েছে পছন্দের পোশাক ও খাদ্যসামগ্রী।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে মেহেরপুর শহরের পৌর কমিউনিটি সেন্টারে ১০০ পথশিশু ও ৫০টি পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি তানভীর আল মামুন। অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক এহসান মজিদ মুস্তাফা, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম ও মেহেরপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তারিক আহমেদ।

মাত্র পাঁচ টাকার বিনিময়ে নতুন পোশাক পেয়ে খুশি সুবিধাবঞ্চিত শিশুরা। শুধু পোশাকই নয়, তাদের হাত রাঙিয়ে দেওয়া হয় মেহেদির রঙে। ছিল শিশুদের জন্য নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চাকরি করা শিক্ষক এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে এই সংগঠনের যাত্রা শুরু। সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করছে।

এআইকিউ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।