ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটে ভোগান্তি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশসহ প্রায় ২০ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বুধবার (২৬ মার্চ) রাত ৮টা থেকে ঢাকামুখী লেনে এ যানজট শুরু হয়। রাত ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত যানজট কিছুটা কমেছে। তবে ধীরগতি রয়েছে যানবাহনে।
এর আগে মহাসড়কের ঢাকাগামী লেনের যাত্রাবাড়ী থেকে সোনারগাঁয়ের মদনপুর পর্যন্ত যানবাহনগুলো প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে একই স্থানে আটকা পড়েছিল। অনেক যাত্রী গন্তব্যে পৌঁছাতে হেঁটে রওনা দেন।
আব্দুর রহমান নামের এক যাত্রী বলেন, কাঁচপুরে থেকে শনিরআখড়া যাওয়ার জন্য সাড়ে ৭টায় গাড়িতে উঠেছি। শিমরাইল পর্যন্ত এসেই আটকে গেছি। গাড়ি এক চুল পরিমাণ নড়াচড়া করছে না। শুনেছি ঢাকার জ্যাম এটা।
গুলিস্তানে যাওয়ার জন্য গাড়িতে উঠলেও যানজটের কারণে নেমে যান বেসরকারি চাকরিজীবী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ঈদ এলেই আমাদের ভোগান্তি পোহাতে হয়। ভেবেছিলাম এবার মুক্তি মিলবে। কিন্তু সেই একই অবস্থা।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম জাগো নিউজকে বলেন, ট্রাক আর কাভার্ডভ্যান আটকানোর কারণে এই যানজট সৃষ্টি হয়েছে। যানজট যাত্রাবাড়ী থেকেই শুরু হয়েছে। আমি ডিএমপি কমিশনারের সঙ্গে কথা বলেছি।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জাগো নিউজকে জানান, যানজট ঢাকা থেকে লেগেছে। আমরা কথা বলেছি। পুলিশ মহাসড়কে কাজ করে যাচ্ছে।
মো. আকাশ/জেডএইচ/