আমরা আমাদের জায়গা থেকে নতুন দল গঠন করেছি: সারজিস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ১০:৫৯ পিএম, ২৬ মার্চ ২০২৫

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা তরুণ প্রজন্ম একসঙ্গে হয়ে যারা এই গণঅভ্যুত্থান ঘটিয়েছি। পরবর্তী যারা বাংলাদেশের রাজনীতি করতে ইচ্ছুক- আমরা সে জায়গা থেকে নতুন দল জাতীয় নাগরিক পার্টি গঠন করেছি।

বুধবার (২৬ মার্চ) বিকেলে তার নিজ এলাকা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সারজিস আলম বলেন, প্রত্যেকটি গ্রাম, ইউনিয়ন এবং উপজেলায় নতুন দল এনসিপির পক্ষ থেকে গিয়ে মানুষের সঙ্গে কাজ করতে চাই। কারণ আমরা যারা জনপ্রতিনিধি হতে চাই। তারা মাঠপর্যায়ে গিয়ে দেখলে আসল বিষয়টা বুঝতে পারবো। মানুষ কীভাবে আছে বা তারা কি চায়।

তিনি আরও বলেন, এনসিপির পক্ষ থেকে পুরো বাংলাদেশে আমরা যারা রয়েছি, সব মানুষের সঙ্গে কাজ করতে চাই। সে বিষয়গুলো মাঠে গিয়ে তুলে ধরছি। কারণ খুব স্বাভাবিকভাবেই গ্রামগঞ্জে আমার পার্টির নাম ও মার্কার নাম জানা দরকার। আমি কি কাজ করতে চাই। আমার মন-মানসিকতা কেমন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সারজিস আলম বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমি খালি নির্বাচনের সময় আছি, নাকি অন্য সময় আছি, না জনগণের দরকার তখন আছি। এই জিনিসগুলো নিয়ে আমরা সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও জনসংযোগ করছি। এভাবে আমরা আমাদের দলের পক্ষ থেকে মাঠ পর্যায়ে গিয়ে মানুষের সাথে মিশবো, মানুষের ব্যথা শুনবো। সে অনুযায়ী কাজ করব।

সফিকুল আলম/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।