ফরিদপুরে অটোরিকশাচাপায় দাদি-নাতি নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ২৬ মার্চ ২০২৫

ফরিদপুরের বোয়ালমারীতে অটোরিকশা চাপায় দাদি-নাতি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও অন্তত তিনজন। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার ময়না গ্রামের শাহ জাফর মহিলা মাদরাসা এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন, হাট ময়না গ্রামের আমিনুল রহমান মোল্যার স্ত্রী পারভিন বেগম (৪০) ও তার ৪ মাসের নাতি মহসিন।

স্থানীয়রা জানায়, বোয়ালমারীগামী একটি অটোরিকশা রাস্তার পাশে বসে থাকা পারভিন বেগম ও জুনু বেগমকে (৫০) চাপা দেয়। এ সময় অটোরিকশাটি উল্টে যায়। এ সময় ইজিবাইকেরচালক ও চালকের স্ত্রী মারাত্মক আহত হন। তাদের প্রথমে বোয়ালমারী পরে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। পারভিন বেগমকে ও নাতি মহসিনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বোয়ালমারী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের সামনে গেলে পারভিন বেগম ও শিশুটি মারা যান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফরিদপুরের বোয়ালমারীতে অটোরিকশা চাপায় দাদি-নাতি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও অন্তত তিনজন

স্থানীয় গ্রাম পুলিশ (চৌকিদার) রেজাউল করিম জানান, পারভিন বেগম, জুনু বেগম ও তাদের কোলে থাকা নাতিকে নিয়ে বাড়ির সামনে রাস্তার পাশে বসে ছিলেন। এ সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয় এবং উল্টে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে।

এ বিষয়ে ময়না গ্রামের কলেজশিক্ষক মজিবর রহমান জানান, অটোরিকশা চালকের বাড়ি কামারখালী এলাকায়। তিনি বোয়ালমারী আসার পথে রাস্তার পাশে বসে থাকা পারভিন বেগম, জুনু বেগম ও তাদের কোলে থাকা নাতিকে চাপা দিয়ে উল্টে যায়। চাপা দেওয়ার ঘটনায় পারভিন বেগম ও নাতি মহসিন মারা যায়। বাকি তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান জানান, জানতে পেরেছি ইজিবাইক চাপায় দাদি-নাতি নিহত হয়েছেন। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এন কে বি নয়ন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।