কৃষকদল নেতা

বিএনপির জনপ্রিয়তা দেখে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:৫১ পিএম, ২৬ মার্চ ২০২৫

কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও বিএনপির সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, বিএনপির জনপ্রিয়তা দেখে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে।

বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় ফরিদপুরের বোয়ালমারী জর্জ একাডেমি স্কুল প্রাঙ্গণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নাসিরুল ইসলাম আরও বলেন, বিএনপির যে জনসমর্থন সৃষ্টি হয়েছে তা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি নেতাকর্মীদের কোনো ধরনের অনিয়মের সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠন আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে পৌর বিএনপির সভাপতি আফসার উদ্দিনের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলামসহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দোয়া অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুরোপুরি সুস্থতা কামনা করা হয়। দোয়া ও ইফতার অনুষ্ঠানে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

এন কে বি নয়ন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।