বাবার বিরুদ্ধে মেয়েকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৭:০২ পিএম, ২৬ মার্চ ২০২৫

নেত্রকোনার দুর্গাপুরে বাবার বিরুদ্ধে নিজ নাবালিকা মেয়েকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেছেন।

বুধবার (২৬ মার্চ) দুপুরে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

অভিযুক্ত আলাল উদ্দিন (৫৫) দুর্গাপুর সদর ইউনিয়নের বাসিন্দা। ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই তিনি পলাতক।

মামলার লিখিত অভিযোগে শিশুটির মা উল্লেখ করেন, তার স্বামী আলাল দীর্ঘদিন ধরে তাদের ১৫ বছর বয়সী মেয়েকে যৌন হয়রানি করে আসছিলেন। পাঁচ মাস আগে তিনি মেয়ের গলায় ছুরি ধরে ধর্ষণ করেন। এরপর থেকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার একই কাজ করেন। এ ঘটনা কাউকে জানালে হত্যার ভয় দেখাতেন। ভয়ে তার মেয়ে বিষয়টি এতদিন গোপন রাখে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সম্প্রতি মেয়েটির গর্ভবতী হওয়ার লক্ষণ দেখা দেয়। পরে ক্লিনিকে নিয়ে পরীক্ষায় সে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ধরা পড়ে। এরপর অভিযুক্ত বাবা কৌশলে মেয়েকে ময়মনসিংহের একটি ক্লিনিকে নিয়ে গিয়ে সবার অগোচরে গর্ভপাত করান।

ভুক্তভোগী শিশুটির মা অভিযোগ করে বলেন, তার স্বামী রাতে তার সঙ্গেই ঘুমাতেন। কিন্তু মাঝরাতে ঘুম ভাঙলে তিনি তাকে বিছানায় খুঁজে পেতেন না। কয়েক দিন আগে বড় মেয়ের কাছ থেকে তিনি এই ঘটনা জানতে পারেন। তিনি আরও বলেন, এই বিষয়ে কথা বলতে গেলে তার স্বামী তাকে ও মেয়েকে মারধর করেন। তিনি এই জঘন্য কাজের ন্যায়বিচার চান।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এইচ এম কামাল/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।