গরান কাঠ পাচারের সময় ৩ চোরাকারবারি আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৪:১৩ পিএম, ২৬ মার্চ ২০২৫

সুন্দরবনের গরান কাঠ পাচারের সময় তিন চোরাকারবারিকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। মঙ্গলবার (২৫ মার্চ) দিনগত রাত ১২টা দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর খাদ্য গুদাম সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

চোরাকারবারীরা হলেন, মুন্সীগঞ্জের ছোট ভেটখালী গ্রামের আব্দুল গফফারের ছেলে মো. কামাল হোসেন, ভ্যানচালক মো. আকবর হোসেন ও হরিনগর গ্রামের তালেব সরদারের ছেলে মো. রাশেদুল ইসলাম।

বিজ্ঞাপন

এ বিষয়ে কদমতলা স্টেশন কর্মকর্তা সোলায়মান কবির জানান, গোপন সংবাদের কর্তন নিষিদ্ধ গরানসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটকরা জানান, সুন্দরবনে মাছ ধরতে গেলে বনদস্যু আলিম বাহিনী তাদের অপহরণ করে এবং মুক্তিপণ বাবদ আলিম বাহিনীর সদস্য আব্দুল্লাহর বাড়িতে ২০০ পিস গরান কাঠ পাঠিয়ে দিতে বলে। এ কারণে তারা কর্তন নিষিদ্ধ গরান নিয়ে মুন্সীগঞ্জের জেলেখালি গ্রামের বনদস্যু আবদুল্লাহর বাড়িতে নিয়ে যাচ্ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আহসানুর রহমান রাজীব/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।