যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় আড়াই কোটি টাকার টোল আদায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১২:১৪ পিএম, ২৬ মার্চ ২০২৫

ঈদযাত্রার দ্বিতীয় দিনে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই যানজট। গত ২৪ ঘণ্টায় এ সেতু দিয়ে ২৯ হাজার ২৩৩ যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৫৭ লাখ ১১ হাজার ৫৫০ টাকা।

সংশ্লিষ্টরা বলেন, ঈদযাত্রায় মঙ্গলবারের চেয়ে দ্বিতীয় দিন বুধবার (২৬ মার্চ) মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। বিশেষ করে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সকাল থেকে যানবাহনের চাপ বেড়েছে।

বিজ্ঞাপন

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ২৩৩ যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৫ হাজার ৩৫৪ যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে একে কোটি ২৭ লাখ ৭৯ হাজার ১০০ টাকা।

অপরদিকে ঢাকাগামী ১৩ হাজার ৮৭৯ যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় হয়েছে এক কোটি ২৯ লাখ ৩২ হাজার ৪৫০ টাকা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যযুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। তবে দুইপাশেই মোটরসাইকেলের জন্য দুটি করে বুথ রয়েছে।

আব্দুল্লাহ আল নোমান/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।