মসজিদ থেকে ফিরে দেখেন স্ত্রীর গলাকাটা মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ১০:১৪ এএম, ২৬ মার্চ ২০২৫

শরীয়তপুরের ভেদরগঞ্জে মুক্তা বেগম (৫৫) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ মার্চ) রাতে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের বাড়িজঙ্গল এলাকায় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহত মুক্তা বেগম ওই এলাকার মান্নান গাজীর স্ত্রী।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে তারাবির নামাজ আদায়ের উদ্দেশ্য স্বামী মান্নান গাজী মসজিদে গেলে স্ত্রী মুক্তা বেগম ঘরে একাই ছিলেন। নামাজ শেষে ফিরে ঘরের ভেতর স্ত্রী মুক্তা বেগমের গলাকাটা মরদেহ খাটের ওপর পড়ে থাকতে দেখেন তিনি। এ ঘটনা জানাজানি হলে এলাকায় ডাকাত পড়েছে বলে স্থানীয় মসজিদে মাইকিং করা হয়। এতে এলাকার সাধারণ মানুষের মনে ভীতি সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ হাসান সেলিম বলেন, এক নারীর গলাকাটা মরদেহ পাওয়া গেছে। এলাকায় যে ডাকাতির ঘটনা বলে প্রচারণা চলছে, সেটা নিশ্চিত নই। মরদেহ ময়নাতদন্ত শেষে বাকিটা নিশ্চিত হওয়া যায়।

বিধান মজুমদার অনি/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।