সিলেটে পুলিশের ভ্যান থেকে ছিনিয়ে নেওয়া আসামি ফের গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিলেট
প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ২৫ মার্চ ২০২৫

সিলেটে পুলিশের ভ্যান থেকে ছিনিয়ে নেওয়া আসামিকে ফের গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ) দিনগত রাতে সিলেট নগরীর কুমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতার আসামির নাম সুমন আহমদ। তিনি কুমারপাড়া এলাকার বাসিন্দা। একটি মারামারি ঘটনায় করা মামলায় আসামি ছিলেন সুমন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, সোমবার রাত ১০টার দিকে নগরীর কুমারপাড়া এলাকা থেকে সুমনকে গ্রেফতার করে পুলিশ। এসময় আসামির পরিচিতজন ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বাধা দেন। একপর্যায়ে তারা আসামিকে পুলিশের ভ্যান থেকে নামিয়ে নিয়ে যান। পরে অতিরিক্ত পুলিশ নিয়ে অভিযান চালিয়ে ফের তাকে গ্রেফতার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, আসামি সুমনকে গ্রেফতার করে নিয়ে আসার সময় কিছু লোক বাধা দেন। পরে তাকে আবার গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আহমেদ জামিল/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।