সোনারগাঁয়ে ঢাকা-সিলেট মহাসড়কে তিন কিলোমিটার যানজট

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১০:২৯ এএম, ২৫ মার্চ ২০২৫
ফাইল ছবি

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে তিন কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক ও যাত্রীরা।

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৮টা থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অসংখ্য যানবাহন যানজটে আটকে রয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, সিলেট মহাসড়কের সোনারগাঁয়ের যাত্রামুড়া অংশে ট্রাক ও কাভার্ডভ্যানের দুর্ঘটনা ঘটায় কাঁচপুর হতে বিশ্বরোড পর্যন্ত যানবাহনগুলো প্রায় দুই ঘণ্টারও বেশি সময় একই স্থানে আটকে পড়েছে। এতে জরুরি কাজে বের হওয়া মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

সোলাইমান নামের এক যাত্রী বলেন, আমি ভুলতা গাউছিয়া মার্কেটে যাওয়ার জন্যে ৮টায় গাড়িতে উঠেছি। অল্প কিছুদূর আসতেই শুনতে পাই দুর্ঘটনা ঘটেছে। সেই তখন থেকে বসে আছি। গাড়ি চুল পরিমাণে নড়াচড়া করছে না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আহসান হাবিব নামের আরেক যাত্রী বলেন, একদিকে এই রাস্তা এক লেনের, তার উপর রাস্তার অবস্থা ভয়াবহ। এই রাস্তায় আমাদের সবসময়ই ভোগান্তিতে পড়তে হচ্ছে।

যানবাহন চালকরা জানান, সকাল পৌনে ৮টার সময়ে যাত্রামুড়া এলাকায় একটি ট্রাক অন্য আরেকটি কাভার্ডভ্যান ধাক্কা দিয়ে দুর্ঘটনা ঘটায়। এর পর থেকে তীব্র যানজটে বসে আছেন তারা।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জাগো নিউজকে জানান, ট্রাক ও কাভার্ডভ্যান দুর্ঘটনার কারণে যানজট সৃষ্টি হয়েছে। আমাদের পুলিশ কাজ করে যাচ্ছে। এমনিতে গাড়িরও অনেক চাপ রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মো. আকাশ/এমএন/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।