রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উপাচার্যের নাম ও ছবি ব্যবহার করে টাকা দাবি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হাসান তালুকদারের নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে টাকা দাবি করছে প্রতারকরা। বিষয়টি জানার পর প্রতারকদের ফাঁদে না পড়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন তিনি।
সোমবার (২৪ মার্চ) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের কর্মকর্তা শাহ আলী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার বিকেল থেকে একটি প্রতারক চক্র উপাচার্যের নাম ও ছবি দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে হোয়াটসঅ্যাপে বিকাশ ও ব্যাংক হিসাব নম্বরে টাকা চাচ্ছেন।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার জাগো নিউজকে বলেন, এই প্রতারণার বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে সবাইকে সতর্ক করেছি।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী জাগো নিউজকে বলেন, হোয়াটসঅ্যাপে ভিসির ছবি ও নাম ব্যবহার করে টাকা দাবির বিষয়টি আমিও জেনেছি।
এম এ মালেক/এমএন/জিকেএস