পরিদর্শনের নামে চাঁদা দাবির অভিযোগ, ভ্যাট কর্মকর্তাকে উত্তম মধ্যম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ১০:১৭ এএম, ২৫ মার্চ ২০২৫

হবিগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে চাঁদা দাবির অভিযোগে ব্যবসায়ীদের হাতে আটক হয়েছেন এক ভ্যাট কর্মকর্তা। সোমবার (২৪ মার্চ) রাত ১১টায় শহরের ঘাটিয়া বাজার এলাকায় একটি কাপড়ের দোকানে পরিদর্শনে গেলে চাঁদা দাবির অভিযোগে তাকে আটক করে ব্যবসায়ীসহ বিক্ষুব্ধ জনতা।

পরে তাকে উত্তম মধ্যম দিয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। গভীর রাত পর্যন্ত এ ঘটনায় ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির।

বিজ্ঞাপন

আটক শামীম আল মামুন হবিগঞ্জের ভ্যাট কর্মকর্তা।

ব্যবসায়ী নেতা বদরুল আলম চৌধুরী বলেন, বিষয়টি বসে সমাধানের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা বলেছি মঙ্গলবার দুপুরে ব্যবসায়ীরা বসে আমাদের সিদ্ধান্ত জানাবো।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ভ্যাট কর্মকর্তা জনতার হাতে আটকের খবর পেয়ে পুলিশ গিয়ে জনরোষ থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে তারা কোনো মামলা দেননি।

এসডি প্লাজার কর্মচারীরা জানান, শামীম আল মামুন তাদের প্রতিষ্ঠানে গিয়ে এক ছাত্রদল নেতার পরিচয় দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তিনি হুমকি ধামকি প্রদর্শন করেন।

অভিযুক্ত শামীম আল মামুন বলেন, রুটিন অনুযায়ী দোকান পরিদর্শনে এসেছিলাম। কিন্তু আমাকে কতিপয় লোক হেয় করেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ব্যবসায়ীরা জানান, সোমবার দিবাগত রাতে শামীম আল মামুন নামের ওই অফিসার কোনো সহকর্মী ছাড়াই শহরের বিভিন্ন দোকান পরিদর্শনে যান। এসময় ঘাটিয়া বাজারের এসডি প্লাজার ম্যানেজারের কাছে সেলস রিপোর্ট দেখতে চান। তখন তার পরিচয়সহ এতো রাতে পরিদর্শনে আসার কারণ জানতে চাইলে তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন। এতে উপস্থিত জনতার সন্দেহ হলে তাকে আটক করে বেধড়ক প্রহার করে। মুহূর্তের মধ্যে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে খবর পেয়ে ছুটে যান ভ্যাট কার্যালয়ের ঊর্ধ্বতন কর্তারাও। কিন্তু উত্তেজিত জনতা শামীম আল মামুনকে উত্তম মধ্যম দিয়ে সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।