বগুড়ায় অপহরণের ঘটনায় ৫ পুলিশ সদস্য বরখাস্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ২৪ মার্চ ২০২৫

বগুড়ায় দুজনকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় আরএমপি কমিশনার আবু সুফিয়ান তাদের বরখাস্ত করেন।

বিজ্ঞাপন

বরখাস্তরা হলেন- আরএমপি গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) শাহিন মোহাম্মদ অনু ইসলাম, কনস্টেবল রিপন মিয়া, আবুল কালাম আজাদ, মাহবুব আলম, বাশির আলী এবং মাইক্রোবাসচালক মেহেদী হাসান।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন:

তিনি বলেন, বগুড়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রথম ধাপের ব্যবস্থা গ্রহণ করা হলো। এরপর তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ আগে রোববার (২৩ মার্চ) রাত ৩টার দিকে কুন্দারহাট হাইওয়ে থানার পুলিশ সদস্যরা বগুড়া-নাটোর মহাসড়কের বীরগ্রাম এলাকা থেকে তাদের আটক করে। সেই সঙ্গে তাদের বহনকারী মাইক্রোবাসের চালককেও আটক করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাখাওয়াত হোসেন/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।