ইফতারে মোরগ পোলাও খেয়ে হাসপাতালে ভর্তি ৭০ জন

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ২৪ মার্চ ২০২৫

পাবনার ঈশ্বরদীতে ইফতারে মোরগ পোলাও খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ৭০ জন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

রোববার (২৩ মার্চ) সাপ্তাহিক জংশন ও ডিডিপি বাউল সম্প্রদায় আয়োজিত ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ইফতার অনুষ্ঠানের আয়োজক সাপ্তাহিক জংশনের প্রধান সম্পাদক এস এম রাজা বলেন, ঈশ্বরদী স্টেশন রোডের ‘ঢাকা বিরিয়ানী হাউস’ নামের একটি রেস্তোরাঁ থেকে ইফতারের জন্য প্যাকেট করা মোরগ পোলাও কেনা হয়। পরে এগুলো অতিথিদের মাঝে বিতরণ করা হয়। ইফতারের কিছুক্ষণ পর থেকে আমি নিজে অস্বস্তি অনুভব করতে থাকি। এরপর একে একে অন্যদেরও অসুস্থ হয়ে পড়ার খবর শুনতে পাই।

তিনি আরও জানান, ইফতারিতে অংশ নেওয়া বেশিরভাগই ডায়রিয়া ও বমিতে আক্রান্ত হন। তাদের ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইফতারে মোরগ পোলাও খেয়ে হাসপাতালে ভর্তি ৭০ জন

হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সাংবাদিক উজ্জ্বল হোসেন প্রধান বলেন, রাত ১০টার পর থেকে পেটে ব্যথা শুরু হয়। এরপর ঘনঘন পায়খানা ও বমি শুরু হয়। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েও কোনো ফল পাইনি। পরে রাত ২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছি।

এ ঘটনার পর খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ঢাকা বিরিয়ানী হাউস’ বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আজিজুল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, ইফতারে মোরগ পোলাও খেয়ে অনেকেই অসুস্থ হয়েছেন বলে শুনেছি। কিন্তু কেউ এ পর্যন্ত অভিযোগ দেননি।

এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ বলেন, অভিযোগ পেলে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেখ মহসীন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।