হাসপাতালে রোগীদের সঙ্গে প্রতারণা, কারাগারে ৬ নারী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ২৪ মার্চ ২০২৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে দালাল চক্রের ছয় নারী সদস্যকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ মার্চ) বিকেলে ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া এ দণ্ড দেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্তরা হলেন- তাসলিমা (৩০), কোহিনুর বেগম (৩০), নাজমা (৩৮), পারভীন (৩৫), মুন্নি (২৫) ও ফাহিমা (৩৫)।

আদালত সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তারা কৌশলে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যেতেন রোগীদের।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের সঙ্গে দালালি করার অভিযোগে চক্রের ৬ সদস্যকে আটক করা হয়। পরে তাদের ছয়দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এন কে বি নয়ন/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।