মিরসরাইয়ে তিন ইউনিটে বিএনপির আহ্বায়ক কমিটি

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ২৪ মার্চ ২০২৫

চট্টগ্রামের মিরসরাই উপজেলা, পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও খালেদা জিয়ার উপদেষ্টামণ্ডলীর সদস্য গোলাম আকবর খোন্দকার স্বাক্ষরিত প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞাপন

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল আউয়াল চৌধুরীকে আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান চৌধুরীকে সদস্য সচিব করে ৮৩ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়।

এছাড়া বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক সভাপতি মাঈন উদ্দিন লিটনকে আহ্বায়ক ও জসীম উদ্দিনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট বারইয়ার পৌর বিএনপির কমিটি করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আর জামশেদ আলম কমিশনারকে আহ্বায়ক, কামরুল হাসান লিটনকে সদস্য সচিব করে ৫৩ সদস্য বিশিষ্ট মিরসরাই পৌর বিএনপির কমিটি গঠন করা হয়েছে।

এর আগে ১৮ মার্চ উত্তর জেলা বিএনপির গত গোলাম আকবর খোন্দকার তিন ইউনিটের কমিটি বিলুপ্ত করেন।

এম মাঈন উদ্দিন/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।