গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর বড় ভূমিকা ছিল: নুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৫:১১ পিএম, ২৪ মার্চ ২০২৫

সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

সোমবার (২৪ মার্চ) বরিশাল প্রেস ক্লাবে কর্মী সমাবেশ শুরুর আগে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

নুরুল হক নুর বলেন, গত কয়েক দিনের ঘটনাগুলো সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। এর পেছনে কারা কলকাঠি নাড়ছে তাদের মুখোশ উন্মোচন এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা যখন সেনাবাহিনীর দোহাই দিয়ে আওয়ামী লীগকে নতুন করে পুনর্বাসনের কথা বলেন, তখন জনগণের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়। তবে আমরা জানতে পেরেছি, ছাত্র নেতারাই সেনাপ্রধানের সঙ্গে মিটিং করতে সেনাসদরে গিয়ে ছিলেন। ছাত্রদের সেনাপ্রধান ডাকেননি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নুর আরও বলেন, এই গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর বড় একটা ভূমিকা ছিল, যা ভুলে গেলে চলবে না।

এসময় আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের বরিশাল জেলা সভাপতি শামিম রেজা ও সাধারণ সম্পাদক এইচএম হাসান, মহানগর সভাপতি গোলাম কিবরিয়া, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তালুকদার প্রমুখ।

শাওন খান/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।