লাভের আশায় তামাক চাষ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

স্বাস্থ্যঝুঁকি এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি জেনেও মানিকগঞ্জে দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ। অতিরিক্ত লাভের আশায় তিন ফসলি উর্বর জমিতেও তামাক চাষ করছেন কৃষকরা। এতে অন্যান্য ফসলের আবাদ কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, তামাক চাষের জমি তৈরির সময় থেকে বিক্রি পর্যন্ত দেখভাল করেন বিভিন্ন তামাকজাত কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীরা। প্রান্তিক পর্যায়ে তামাক চাষে নানা রকমের প্রণোদনার কথা বলে কৃষকদের তামাক চাষে উদ্বুদ্ধ করেন তারা। সেপ্টেম্বরের শুরুতে তামাকের চারা রোপণ করা হয়। সামান্য পরিচর্যায় ছয় মাসে পরিপক্ক তামাক পাতা উৎপাদন হয়। চাষিরা সে পাতা সংগ্রহ করে ঝুলিয়ে রাখেন বাড়ির উঠানে। এসময় বাতাসে তামাকের নেশাজাতীয় যে গন্ধ ছড়ায়, তা একজন সুস্থ মানুষের জন্য শুধু বিরক্তিকরই নয়, রীতিমতো স্বাস্থ্যঝুুঁকির কারণ।
জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ এলাকাজুড়ে তামাক ক্ষেত। কেউ ক্ষেতে তামাক গাছের পরিচর্যা করছেন, কেউ নষ্ট পাতা কাটছেন। আবার কেউ পরিবারের সদস্যদের নিয়ে তামাক ক্ষেতে সার দিচ্ছেন। কেউ কেউ তামাকের পাতা মাঠ থেকে বাড়ি নিয়ে যাচ্ছেন, কেউ শক্ত লাঠির সঙ্গে বাঁধছেন তামাক পাতা। তামাক পোড়ানো ও প্রক্রিয়াজাতের কাজ করছেন শিশুসহ নারীরা।
জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, মানিকগঞ্জ জেলায় এ বছর ৩৬০ হেক্টর জমিতে তামাক চাষ করা হয়েছে। জেলার সাতটি উপজেলার মধ্যে মানিকগঞ্জ সদর, সাটুরিয়া ও ঘিওর উপজেলায় তামাকের চাষ হয় সবচেয়ে বেশি।
সদর উপজেলার গড়পাড়া গ্রামের মাইনুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘তামাক চাষ লাভজনক। হাতে টাকা আসে। আগে ভুট্টা চাষ করতাম। তার অনেক আগে ধান চাষ করতাম। এবার চার বিঘা জমিতে তামাক চাষ করেছি।’
একই এলাকার কৃষক চান মিয়া জাগো নিউজকে বলেন, ‘কষ্ট বেশি হলেও তামাক চাষে টাকা বেশি। এজন্য তামাক চাষ করি।’
তামাকের পাতা সংগ্রহের কাজ করেন সালমা ইসলাম। তিনি জাগো নিউজকে বলেন, ‘হাত ধোয়ার পরও কোনো কিছু খেলে তিতা লাগে। যারা হার্টের রোগী তারা তামাক ক্ষেতে কাজ করলে অস্বস্তিবোধ করেন। মাথা ব্যথা করে, মাথা ঘুরায়। যারা অসুস্থ তাদের বেশি সমস্যা হয়। তারপরও ভুট্টার চেয়ে এই ফসলে বেশি টাকা হওয়ায় কৃষকরা তামাক চাষে আগ্রহী।’
এ বিষয়ে মানিকগঞ্জ সিভিল সার্জন ডা. মকছেদুল মোমিন জাগো নিউজকে বলেন, ‘তামাক চাষে এক নম্বর যে ক্ষতি হয় তা হলো কৃষিজমির। তামাক শুকিয়ে যাওয়ার পর এর গন্ধ বা তামাক পোড়ালে এর ধোঁয়া শরীরের এমন কোনো অঙ্গ নেই যার ক্ষতি করে না। ফুসফুসের ক্ষতি হয়। মুখে ঘা হতে পারে। এমনকী মরণব্যাধি ক্যানসারের কারণ হতে পারে তামাক।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. রবীআহ নূর আহমেদ জাগো নিউজকে বলেন, কৃষকদের আমরা সবসময় বলে থাকি অনেক উচ্চ মূল্যের ফসল আছে, আপনার সেগুলো আবাদ করেন। তামাক চাষ মাটি ও মানবদেহের জন্য ক্ষতিকর।
এসআর/এএসএম