কিশোরগঞ্জের সাবেক এমপি আফজাল হোসেন গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৩:৩২ পিএম, ২৪ মার্চ ২০২৫

কিশোরগঞ্জ-৫ আসনের (বাজিতপুর) সাবেক এমপি আফজাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৪ মার্চ) সকালে মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়ার মামুন হোসেনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি আফজাল সুজের মালিক।

বিজ্ঞাপন

তাকে আশ্রয়দাতা মামুন আফজাল সু কোম্পানির কর্মচারী। এসময় মামুন হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবা উদ্দিন বলেন, কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি টিম মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বিকেলে পুলিশের টিম মেহেরপুর পৌঁছালে তাদের হাতে তাকে সোপর্দ করা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আসিফ ইকবাল/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।