বাবাকে হত্যার পর পালাতে গিয়ে ছেলের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৯:০০ এএম, ২৪ মার্চ ২০২৫
ফাইল ছবি

শরীয়তপুরের নড়িয়ায় পারিবারিক কলহের জেরে বাবা মকবুল হোসেন মোল্লাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে রুবেল মোল্লার বিরুদ্ধে। ঘটনার পর পালাতে গিয়ে ছেলে রুবেল মোল্লা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৩ মার্চ) রাতে উপজেলার মোক্তারের চর ইউনিয়নের চেরাগ আলী ব্যাপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন, ওই এলাকার হামিজুদ্দিন মোল্লার ছেলে মকবুল হোসেন মোল্লা (৬৫) ও তার ছেলে রুবেল মোল্লা (৩৩)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মকবুল হোসেন মোল্লা দুটি বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রীর সন্তান রুবেল মোল্লার সঙ্গে মকবুল মোল্লার কলহ সৃষ্টি হয়। এর জেরে রোববার সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায়ে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন রুবেল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে ঘাতক রুবেল মোল্লা ঘটনার পর দৌড়ে পালাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাড়ির পাশের মাঠে মারা যান। পরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, পারিবারিক কলহের জেরে বাবাকে কুপিয়ে হত্যা করেন ছেলে। পরবর্তীতে বাড়ির পাশে ছেলের মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ছেলে রুবেল মোল্লা মারা গেছেন। এ বিষয়ে তদন্ত শেষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বিধান মজুমদার অনি/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।