শ্রমিকদল

উপজেলা সভাপতিকে কুপিয়ে হত্যার অভিযোগ পৌর সভাপতির বিরুদ্ধে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৮:২৭ এএম, ২৪ মার্চ ২০২৫

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাকিল মুন্সিকে (৩৫) নামে এক শ্রমিকদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রোববার (২৩ মার্চ) রাত ১০টার দিকে মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত শাকিল মুন্সি মাদারীপুর সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি ও নতুন মাদারীপুর এলাকার মোফাজ্জেল মুন্সির ছেলে।

শ্রমিকদলের উপজেলা সভাপতিকে কুপিয়ে হত্যার অভিযোগ পৌর সভাপতির বিরুদ্ধে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ, স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন আধিপত্য বিস্তার নিয়ে শ্রমিকদল নেতা শাকিল মুন্সির সঙ্গে শহরের বিসিক শিল্পনগরী এলাকার লিটন হাওলাদারের বিরোধ চলছিল। এর জেরে নতুন মাদারীপুর এলাকায় শাকিলকে একা পেয়ে লিটন হাওলাদার ও তার ভাতিজা আল আমিনসহ ১৫-২০ জন মিলে হামলা চালান। এসময় শাকিলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। লিটন হাওলাদার সম্প্রতি ঘোষিত পৌরসভা শ্রমিকদলের সভাপতি।

হামলায় আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় বেশ কিছু ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শ্রমিকদলের উপজেলা সভাপতিকে কুপিয়ে হত্যার অভিযোগ পৌর সভাপতির বিরুদ্ধে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহতের ভাই রনজু মুন্সি বলেন, সম্প্রতি আওয়ামীপন্থি ও নানা কাজে বিতর্কিত লিটন হাওলাদারকে মাদারীপুর পৌরসভা শ্রমিকদলের সভাপতি হিসেবে কমিটি ঘোষণা করা হয়। এর প্রতিবাদ করেন মাদারীপুর সদর উপজেলার শ্রমিকদলের সভাপতি শাকিল মুন্সি। এতে করে ক্ষিপ্ত হয়ে ওঠেন লিটন। এ ঘটনা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লিটন হাওলাদার তার ভাতিজা আল আমিনকে সঙ্গে নিয়ে এ হামলা চালায়। এসময় কুপিয়ে শাকিলকে হত্যা করা হয়।

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দিয়েছেন। তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে একজন মারা গেছেন। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। অপরাধীদের ধরতে পুলিশ কাজ করেছে।

বিজ্ঞাপন

আয়শা সিদ্দিকা আকাশী/এমএন/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।