যশোর সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় শাড়ি-কসমেটিকস জব্দ, আটক ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪৭ এএম, ২৪ মার্চ ২০২৫

 

যশোরের শার্শা, বেনাপোল এবং চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে ১৪ লাখ ১২ হাজার ১০০ টাকা দামের ভারতীয় শাড়ি, কম্বল, থ্রি-পিস, কিসমিস, ওষুধ, বিভিন্ন ধরনের চকলেট ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ ঘটনায় একজনকে আটক করেছে বিজিবি।

বিজ্ঞাপন

রোববার (২৩ মার্চ) সারাদিন বেনাপোল আইসিপি, বেনাপোল বিওপি এবং আমড়াখালী চেকপোস্ট সীমান্তে এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে বিজিবির টহলদল। বিষয়টি জানিয়েছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী।

লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদক পাচার করে আসছিল চক্রের সদস্যরা। রোববার যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ি, কম্বল ও কসমেটিকস জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জেইউডি/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।