সিরাজগঞ্জে জুলাই আহতদের সম্মানে সেনাবাহিনীর ইফতার মাহফিল

সিরাজগঞ্জে ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়ার অধীন সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ মার্চ) সিরাজগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোরশেদ আলম উপস্থিত ছিলেন।
এসময় সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পের সিও লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির ও অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন সুদীপ্ত দাস উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল খোরশেদ আলম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতের স্মরণে এই ইফতার মাহফিল কোনো আনুষ্ঠানিকতা নয়, এটি তাদের বীরত্বের সম্মান ও মর্যাদা দেওয়া।
তিনি আরও বলেন, সেনাবাহিনীর সদস্যরা যেমন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের মানুষের জন্য কাজ করে, ঠিক তেমনি জুলাইয়ের আহতরা দেশপ্রেমে সদা জাগ্রত থাকবে। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় তাদের পাশে থাকবে।
এসময় সিরাজগঞ্জে জুলাই আন্দোলনে আহত ৪৭ জনকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়।
এম এ মালেক/এসআর