সুনামগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

প্রতীকী
সুনামগঞ্জের ছাতকে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাগল হাসান চত্বরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শাহিন মিয়া (১৯) ও হুমায়ূন মিয়া (২১)। তারা ছাতক উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় মোটরসাইকেলযোগে ছাতক থেকে কালারুকা গ্রামে যাওয়া পথে পাগল হাসান চত্বরে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দুই যুবক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুখলেছুর রহমান বলেন, ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হবে।
LAH
লিপসন আহমেদ/আরএইচ