পৌরসভার গাড়িচালককে মারধর, যুবদল নেতাকে কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ১০:০০ পিএম, ২৩ মার্চ ২০২৫

পটুয়াখালীর কলাপাড়ায় পৌরসভার গাড়িচালককে রাস্তার ওপর টেনে-হিঁচড়ে মারধর করার অভিযোগে যুবদলের এক নেতাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৩ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক এ দণ্ডাদেশ প্রদান করেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত যুবদল নেতা মো. ফোরকান তালুকদার (৫৩) ওই এলাকার মৃত সাহেব আলী তালুকদারের ছেলে। তিনি কলাপাড়া পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক।

পৌরসভার গাড়িচালককে মারধর, যুবদল নেতাকে কারাদণ্ড

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন সাদেক জানান, বিকেলে ভিজিএফের চাল নিয়ে যাওয়ার সময় বস্তায় লেগে কারেন্টের তার ছিড়ে যায়। এজন্য যুবদল নেতা ফোরকান তালুকদার গাড়ি থামিয়ে চালককে গাড়ি থেকে নামিয়ে মারধর করেন। ঘটনাস্থলে উপস্থিত মানুষ অভিযুক্ত যুবদল নেতার অপরাধের সাক্ষ্য দিয়েছেন। এছাড়া অভিযুক্ত নিজেই তার দোষ স্বীকার করেছেন। তাই তাকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।