জুলাই আন্দোলনে আহতদের সম্মানে কুমিল্লায় সেনাবাহিনীর ইফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ২৩ মার্চ ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ মার্চ) বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন ও কুমিল্লা এরিয়ার উদ্যোগে আহত চার শতাধিক ছাত্র-জনতার সম্মানে কুমিল্লা সেনানিবাসের মাল্টিপারপাস শেডে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক উপস্থিত থেকে আহতদের সঙ্গে কুশল বিনিময়, বিশেষ দোয়া মোনাজাত ও ইফতারে অংশ নেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অন্যদের মধ্যে কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার এবং পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খানসহ সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জুলাই আন্দোলনে আহতদের সম্মানে কুমিল্লায় সেনাবাহিনীর ইফতার

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক বলেন, জুলাই অভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক মুক্তির একটি গৌরবময় অধ্যায়। বাংলাদেশ সেনাবাহিনী জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব সদস্যের অবদান শ্রদ্ধাভরে স্বীকার করে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সারাদেশে আহত চার হাজার ২২১ জন সেনাবাহিনীর বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা সহায়তা গ্রহণ করেছেন। কুমিল্লা সেনানিবাসেও ৬৩ জন এই চিকিৎসা সহায়তা পেয়েছেন। তাদের মধ্যে দুজন এখনো কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। এই সেবা দিতে পেরে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা গর্ববোধ করেন।

জাহিদ পাটোয়ারী/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।