ইফতারি কিনতে গিয়ে রক্তাক্ত শিশু, পরিবারের দাবি ‘ধর্ষণ’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৮:১০ পিএম, ২৩ মার্চ ২০২৫

নোয়াখালীর সোনাইমুড়ীতে বাড়ির পাশে দোকানে ইফতারি কিনতে যাওয়ার পর ৯ বছরের এক শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, তাকে ধর্ষণ করা হয়েছে।

শনিবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নদনা ইউনিয়নে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুকে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

হাসপাতালে সঙ্গে থাকা শিশুটির নানি জানান, শনিবার বিকেল ৫টার দিকে তার মা বাড়ির পাশের দোকানে ইফতারি কিনতে পাঠান। দীর্ঘ প্রায় এক ঘণ্টা পরও ফিরে না আসায় তিনি বের হয়ে শিশুটিকে খুঁজতে থাকেন। একপর্যায়ে শিশুটিকে বাড়ির দিকে আসতে দেখেন তার মা। শিশুটি তখন হাঁটতে পারছিল না। রক্ত বের হচ্ছিল শরীর থেকে। পরে তিনি শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

তিনি আরও জানান, শিশুটির শরীরে ব্লেড দিয়ে কাটার মতো জখম রয়েছে। এতে গভীর গর্ত সৃষ্টি হওয়ায় অনেক সেলাই দিতে হয়েছে। রোববার (২৩ মার্চ) সকাল ৯টার দিকে শিশুটির ঘুম ভাঙার পর তাকে ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলেও সে কিছুই জানাতে পারেনি। তার মধ্যে ভয়-আতঙ্ক কাজ করছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, ভুক্তভোগী শিশুটির চিকিৎসা চলছে। সে অনেকটা আশঙ্কামুক্ত। বাকি তথ্য পরে জানানো হবে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বলেন, খবর পেয়ে পুলিশ ভুক্তভোগীর পরিবার ও চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল হোসেন মজনু/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।