মানিকগঞ্জে দুই ইটভাটা মালিকের ৬ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৭:১৩ পিএম, ২৩ মার্চ ২০২৫

মানিকগঞ্জ দুই ইটভাটা মালিককে ৬ লাখ টাকা জরিমানা ও তিন ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। রোববার (২৩ মার্চ) বিকেলে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার এ আদেশ দেন।

অভিযানে সদর উপজেলার এ্যামিকা ব্রিকসকে তিন লাখ টাকা ও একতা ব্রিকসকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সিংগাইরের মেসার্স রাকমান ব্রিকসসহ তিনটি ইটভাটার একাংশ এক্সেভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

বিজ্ঞাপন

এসময় মানিকগঞ্জের পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট একেএম ছামিউল আলম কুরসি, পরিদর্শক মনোয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মো. সজল আলী/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।