চাল বিতরণে অনিয়ম

মনপুরায় যুবদলের সঙ্গে জামায়াত-ইসলামী আন্দোলনের সংঘর্ষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ২৩ মার্চ ২০২৫

ভোলার মনপুরায় ঈদ উপলক্ষে বিনামূল্যে চাল বিতরণকে কেন্দ্র করে যুবদলের কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মনপুরা ও চরফ্যাশন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকায় উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণের কাজ শুরু হয়। এসময় চাল বিতরণে অনিয়মের অভিযোগ তুলে বাংলাবাজার এলাকা থেকে ইউনিয়ন জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে ইউনিয়ন পরিষদে আসে। তারা ইউনিয়নের প্রশাসক নাছির উদ্দিনের সঙ্গে কথা বলে। এর কিছুক্ষণ পর ওই ইউনিয়নের সাবেক যুবদল সভাপতি নোমান দালালের নেতৃত্বে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের ধাওয়া দেওয়া হয়। একপর্যায়ে উভয় পক্ষের সংঘর্ষ বেধে যায়। এতে অন্তত ১৫ জন আহত হন।

ভোলার মনপুরায় ঈদ উপলক্ষে বিনামূল্যে চাল বিতরণকে কেন্দ্র করে যুবদলের কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে মনপুরা উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম জসিম বলেন, চাল বিতরণে অনিয়মের খবর পেয়ে আমাদের নেতাকর্মীরা ইউনিয়ন পরিষদে গিয়েছিলেন। এসময় ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নোমান দালালের নেতৃত্বে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে জামায়াত ও ইসলামী আন্দোলনের অন্তত আটজন আহত হয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে উত্তর সাকুচিয়া ইউনিয়নের যুবদলের সাবেক সভাপতি নোমান দালাল বলেন, জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা ইউনিয়নের প্রশাসককে অবরুদ্ধ করে রেখেছেন খবর পেয়ে তাকে বাঁচাতে গিয়েছি। এসময় জামায়াত ও ইসলামী আন্দোলনের হামলায় আমাদের ১৫ জন আহত হয়েছেন।

মরপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক জানান, গুজবকে কেন্দ্র করে যুবদলের সঙ্গে জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের ভুল বোঝাবুঝি ও হাতাহাতি হয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। চাল বিতরণ চলছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জুয়েল সাহা বিকাশ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।