টাঙ্গাইলে মহাসড়কে অটোরিকশাকে বাসের ধাক্কা, নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ২৩ মার্চ ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছে একজন।

রোববার (২৩ মার্চ) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাথাইলকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন উপজেলার এলেঙ্গা পৌরসভার ভাবলা গ্রামের ছাকু মণ্ডলের ছেলে অটোচালক হাসেন আলী (৫৫), একই এলাকার মো. লালমিয়ার ছেলে সবুজ (১৩)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা ভাবলা গ্রামের দিকে যাচ্চিল। পথে রিকশাটি যমুনা সেতু মহাসড়কে উঠলে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যাত্রীবাহী বাস অটোটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক হাসেন আলীর মৃত্যু হয়। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সবুজের।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যমুনা সেতু পূর্ব থানার এসআই আতিকুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটিকে আটকের চেষ্টা চলছে।

আব্দুল্লাহ আল নোমান/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।