সিলেট

ইফতার মাহফিলে মারামারি মামলায় জামিন পেলেন এনসিপি নেতা আকতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিলেট
প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ২৩ মার্চ ২০২৫
এনসিপি নেতা আকতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে মারধর ও হাতাহাতির ঘটনায় করা মামলায় গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার আহ্বায়ক আকতার হোসেনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৩ মার্চ) দুপুর ১২টার দিকে আদালত থেকে জেলহাজতে পাঠানোর আড়াই ঘণ্টার মাথায় তার জামিন মঞ্জুর করেন আদালত।

বিজ্ঞাপন

সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক ছগির আহমেদ তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আকতার হোসেনের আইনজীবী আহমেদ ওবায়দুর রহমান ফাহিম।

এর আগে সিলেটে এনসিপির ইফতার মাহফিলে হাতাহাতির ঘটনায় করা মামলায় রোববার (২৩ মার্চ) ভোরে সদর উপজেলার আউসা (হাউসা) এলাকা থেকে আকতারকে গ্রেফতার করে শাহপরান থানা পুলিশ। তিনি আউসা (হাউসা) গ্রামের আব্দুল মনিরের ছেলে। পরে দুপুর ১২টার দিকে তাকে সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার (২২ মার্চ) নগরীর আমান উল্লাহ কনভেনশন সেন্টারে ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টির সিলেট জেলা শাখা। ইফতারের আগ মুহূর্তে মঞ্চে বক্তব্য রাখছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসমিন জারা। এসময় মঞ্চের সামনের সারিতে বসা ও বক্তৃতা দেওয়াকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে হট্টগোল বাধে। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়।

এসময় ঘটনার ভিডিওচিত্র ধারণকালে সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন নেতাকর্মীরা। এতে সাংবাদিকরা প্রতিবাদ জানালে তারা উল্টো তেড়ে আসেন। পরে সাংবাদিকরা ইফতার বয়কট করে চলে যান।

একইসঙ্গে এনসিপির একটি পক্ষও ইফতার না করে বেরিয়ে বাইরে গিয়ে বিক্ষোভ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ইফতার মাহফিলে হাতাহাতি ও মারামারির ঘটনায় আহত মাহবুবুর রহমান শান্ত শনিবার রাতেই ৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আকতার হোসেনকে গ্রেফতার করে। তিনি এই মামলার তিন নম্বর আসামি ছিলেন।

আহমেদ জামিল/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।