নিখোঁজের তিনদিন পর পদ্মা নদীতে মিললো কিশোরের মরদেহ

রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজের তিনদিন পর নিরব শেখ (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৩ মার্চ) দুপুরে উপজেলার রতনদিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামের পদ্মা নদীর কোল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নিরব শেখ একই ইউনিয়নের হরিণবাড়িয়া গ্রামের জিয়ারুল শেখের ছেলে।
নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে বাড়ির পাশে মাধবপুর বাজারে যান নিরব। রাত হয়ে গেলে বাড়িতে না ফেরায় খোঁজ করতে থাকেন স্বজনরা। পরের দিন খোঁজ না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সন্ধান চেয়ে পোস্ট দেন। এর কিছু সময় পর নিরবের বাবার কাছে অপরিচিত নম্বর থেকে ফোন আসে। ফোনে ২০ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে নিরবকে হত্যা করা হবে। টাকা নিয়ে পাংশার একটি ব্রিজের কাছে যেতে বলে ফোন কেটে দেয়। এরপর থেকে ওই নম্বরটি বন্ধ।
পরে কালুখালি থানায় সাধারণ ডায়েরি করেন নিরবের বাবা। আজ সকালে স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে নদীতে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত করছে পুলিশ।
রুবেলুর রহমান/জেডএইচ/জেআইএম