ফ্ল্যাটে মিললো যুবকের ঝুলন্ত মরদেহ, স্বজনদের দাবি ‘হত্যাকাণ্ড’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিলেট
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ২৩ মার্চ ২০২৫
নিহত আবদুল মুকিত

সিলেটের বিশ্বনাথে একটি ফ্ল্যাট থেকে মশারির স্ট্যান্ডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে বিশ্বনাথ পৌরসদরের রামপাশা সড়কের একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহত যুবকের নাম আবদুল মুকিত (৩৫)। তিনি উপজেলার মিরেরচর গ্রামের আব্দুস শহিদের ছেলে। যে ফ্ল্যাট থেকে মুকিতের মরদেহ উদ্ধার সেটি তার প্রবাসী বোনের। ওই ফ্ল্যাটে কেউ থাকতেন না। আবদুল মুকিত এটা দেখাশোনা করতেন।

পুলিশ প্রাথমিকভাবে এ ঘটনাকে ‘আত্মহত্যা’ বললেও নিহতের স্বজনদের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা জানান, মরদেহের পেট ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া একটি মশারির স্ট্যান্ডের সঙ্গে দড়ি দিয়ে পা বাঁধা ছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহতের স্বজনরা জানান, শনিবার (২২ মার্চ) রাতে আবদুল মুকিত বাড়ি না ফেরায় তার খোঁজ করতে শুরু করেন পরিবারের সদস্যরা। সেহরির সময় সিকিউরিটি গার্ড মারফত জানতে পারেন, ওই ফ্ল্যাটে বাতি জ্বলছে। পরে পরিবারের লোকজন সেখানে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ পান। তবে দরজা-লাগোয়া জানালার গ্লাস খোলা ছিল। পরে ওই জানালা দিয়ে হাত ঢুকিয়ে দরজার ছিটকিনি খোলা হয়। এসময় একটি কক্ষের মশারির স্ট্যান্ডের সঙ্গে মুকিতের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করেন।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, এটি আত্মহত্যা হতে পারে। তবে মরদেহের ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

আহমেদ জামিল/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।