ইতেকাফে থাকা অবস্থায় মারা গেলেন নুর আলম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ২৩ মার্চ ২০২৫
নুর আলম বাবুল

ফেনীতে ইতেকাফে থাকা অবস্থায় নুর আলম বাবুল (৫০) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। তিনি দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের নুর নবীর ছেলে।

রোববার (২৩ মার্চ) ভোর সাড়ে ৫টায় মাতুভূঞা ইউনিয়নের বেকের বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বেকের বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন মিয়াজী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ২০ রমজান দিনগত সন্ধ্যা থেকে বেকের বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ইতেকাফে বসেন নুর আলম। ভোর সাড়ে ৫টার দিকে খারাপ লাগছে বলে জানান। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিকেল ৩টায় জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আবদুল্লাহ আল-মামুন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।