আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মাগুরায় বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৩:২৮ পিএম, ২৩ মার্চ ২০২৫

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মাগুরায় ‘সর্বস্তরের জনগণ’ ব্যানারে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ মার্চ) দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়াদী কলেজেবিক্ষোভ মিছিল শেষে আন্দোলনকারীরা কলেজ গেটে অবস্থান নেন।

বিজ্ঞাপন

এসময় তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে ঠিকই কিন্তু তাদের দোসররা আজও এদেশে রয়ে গেছে। তাদের এ দেশ থেকে অবিলম্বে বিতাড়িত করতে হবে।

তারা আরও বলেন, জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে পুলিশ সরাসরি গুলি চালিয়ে মেধাবী শিক্ষার্থীদের হত্যা করেছে। এসব হত্যাকাণ্ডের মদদদাতা শেখ হাসিনার বিচার অবিলম্বে কার্যকর করতে হবে। একইসঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।