টেকনাফে নৌকাডুবি

এখনো উদ্ধার হয়নি সাগরে নিখোঁজ বিজিবি সদস্য

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: ০৮:৫৮ এএম, ২৩ মার্চ ২০২৫

কক্সবাজারের টেকনাফ অংশে সাগরে নৌকাডুবির ঘটনায় উদ্ধার অভিযানে গিয়ে এখনো নিখোঁজ রয়েছেন এক বিজিবি সদস্য।

শনিবার (২২ মার্চ) রাত ১০টার দিকে বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ২২ মার্চ ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া ঘাটের নিকট দিয়ে রোহিঙ্গা বোঝাই একটি নৌকা অবৈধ উপায়ে সাগর পথে বাংলাদেশের অনুপ্রবেশের সময় তলা ফেটে নৌকাডুবি হয়। খবর পেয়ে সৈকতের পার্শ্ববর্তী স্থানে কর্তব্যরত বিজিবি সদস্যরা তৎক্ষণাৎ স্থানীয় জেলেদের নিয়ে উদ্ধার অভিযানে যান। তারা ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধারকাজ চলাকালে একজন বিজিবি সদস্য সমুদ্রে নিখোঁজ হন। পরবর্তীতে ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করা হয়েছে। উদ্ধার কার্যক্রম চলমান।

জাহাঙ্গীর আলম/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।