মানিকগঞ্জে একদিনে ৩ নারীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ২২ মার্চ ২০২৫

মানিকগঞ্জে একদিনে তিন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) সদর ও সাটুরিয়া উপজেলার পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে দুজন তরুণী ও একজন অজ্ঞাতপরিচয়ের নারী।

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন জানান, সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের রানাদিয়া গ্রাম থেকে তনিমা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ওই এলাকার মো. রফিক মিয়ার মেয়ে।

বিজ্ঞাপন

এছাড়া পশ্চিম শানবান্দা এলাকা সংলগ্ন কালীগঙ্গা নদী থেকে একটি অজ্ঞাতপরিচয় নারীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।

অপরদিকে সাটুরিয়া উপজেলার বরুন্ডী-কান্দাপাড়া এলাকা থেকে আফসানা আক্তার (১৬) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার আহাদ আলীর মেয়ে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উদ্ধার হওয়া তিনটি মরদেহ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ স্পষ্ট হতে তদন্ত চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, প্রাথমিকভাবে তনিমা আক্তার ও আফসানা আক্তারের মৃত্যুকে আত্মহত্যা হিসেবে ধরা হচ্ছে। তবে কী কারণে তারা আত্মহত্যা করেছেন সেটি তদন্ত করে দেখা হচ্ছে। অন্যদিকে কালীগঙ্গা নদীতে ভাসমান নারীর মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা সেটি জানতে তদন্ত চলছে।

মো. সজল আলী/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।