চুয়াডাঙ্গায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ২২ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার দশমাইল ও ডিঙ্গেদহ বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়েছে।

জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো, মেসার্স ভাই ভাই স্টোরের মালিক মো. আব্দুল জব্বারকে ২ হাজার টাকা, মেসার্স বিল্লাল স্টোরের মালিক মো. বিল্লাল হোসেনকে ২ হাজার টাকা ও মেসার্স জামাল স্টোরের মালিক মো. জামাল উদ্দিনকে ৩ হাজার টাকা

বিজ্ঞাপন

অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে সহায়তা করেন ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের সদস্য মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম।

হুসাইন মালিক/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।