যারা ফের আওয়ামী লীগকে দাঁড় করাতে চান তারা দেশের শত্রু: বুলু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৫:০২ পিএম, ২২ মার্চ ২০২৫

যারা আওয়ামী লীগকে আবারও দাঁড় করাতে চান তারা দেশের মানুষের শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

শনিবার (২২ মার্চ) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ৮ শহীদের পরিবার ও দলীয় নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

বরকত উল্লাহ বুলু বলেন, শেখ হাসিনার পক্ষে এখনো যারা কথা বলেন, এমনকি যারা আওয়ামী লীগকে আবারও দাঁড় করাতে চান কিংবা সহায়তা করতে চান, তারা দেশের হাজার কোটি মানুষের শত্রু।

তিনি আরও বলেন, শেখ হাসিনা নির্বিচারে মানুষ হত্যাসহ দেশের ২৭ লাখ কোটি টাকা চুরি করে বিদেশ পালিয়েছেন। তার পরিবারের লোকজন দেশের সম্পদ লুণ্ঠন করেছেন। দেশ ধ্বংস করেছেন। আগে এসবের বিচার হবে, তারপর আওয়ামী লীগ নিয়ে চিন্তা করা যাবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে শেখ মুজিব পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গ্রেফতার হননি। পরদিনের পত্রিকায় তার ধবধবে সাদা পিনপিনে পাঞ্জাবি পরা ছবি দেখে বুঝা যায় তিনি সেদিন নিজে আত্মসমর্পণ করেছিলেন।

তিনি আরও বলেন, অন্যদিকে মেজর জেনারেল জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়াকে দুটি নাবালক শিশুসন্তান নিয়ে ওই বছরের ২২ জুলাই গ্রেফতার করে পাকবাহিনী।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ্য করে বুলু বলেন, নোবেল জয়ের পর খালেদা জিয়া আপনার জন্য সংবর্ধনার আয়োজন করতে বলেন। আর শেখ হাসিনা তার বিরোধিতা করেছিলেন। আপনি অনতিবিলম্বে অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন দিয়ে ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লেখার ব্যবস্থা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা এ দেশে ধর্মীয় উগ্রপন্থিদের উত্থান দেখতে চাই না। এ দেশকে কোনো অবস্থায়ই পাকিস্তান, আফগানিস্তান কিংবা সিরিয়া বানাতে দেওয়া হবে না।

চৌমুহনী পৌরসভা বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহসিন আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ প্রমুখ।

ইকবাল হোসেন মজনু/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।