সিংড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ২২ মার্চ ২০২৫

নাটোরের সিংড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের কুমিড়া গ্রামে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার।

আদালত সূত্র জানায়, উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের উপর-কুমিড়া মৌজায় ২ দশমিক ৮৬ একর সরকারি ১ নম্বর খাস পুকুরের মধ্যে তিন শতক জায়গা দখল করে দু-তলার ভিত্তি দিয়ে পাকাবাড়ি নির্মাণ করছিলেন মো. সাহিনুর ইসলাম। বিষয়টি জানার পর সেখানে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার।

বিজ্ঞাপন

সিংড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

সাহিনুর ইসলাম কুমিড়া গ্রামের মৃত আব্দুল আজিজ সরকারের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার বলেন, উপজেলার কুমিড়া গ্রামে একজন ব্যক্তি সরকারি পুকুর দখল করে বাড়ি নির্মাণ করছিলেন। বিষয়টি জানার পর সেখানে উপস্থিত হয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

রেজাউল করিম রেজা/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।