গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৪:০১ পিএম, ২২ মার্চ ২০২৫

গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। শনিবার (২২ মার্চ) দুপুর দেড়টার দিকে এ বিক্ষোভ শুরু হয়।

আন্দোলনরত শ্রমিকরা জানান, উপজেলার নয়নপুর এলাকার এক্সিস নিটওয়্যারস লিমিটেড নামের কারখানার অপারেটর মোশারফ কয়েকদিন যাবত অসুস্থ ছিলেন। সুস্থ হয়ে কাজে যোগ দিয়ে শনিবার বেলা ১১টার দিকে প্রাকৃতিক কাজ সারত যান। সেখানে সময় বেশি লাগার অভিযোগ তুলে মোশারফকে জিজ্ঞাসাবাদ করেন সুপারভাইজার আল-আমিন। একপর্যায়ে তাকে মারধর করা হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় তানিয়া মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে থেকে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বিজ্ঞাপন

এ খবর ছড়িয়ে পড়লে ও অভিযুক্ত সুপারভাইজার আল-আমিনের শাস্তির দাবিতে কারখানার প্রায় দুই হাজার শ্রমিক বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে দুপুর দেড়টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, শ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের আলোচনা করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মো. আমিনুল ইসলাম/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।