বান্দরবানে গৃহবধূকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০১:৪৪ পিএম, ২২ মার্চ ২০২৫

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে তৈয়বা বেগম (৫০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার ( ২১ মার্চ) দিনগত রাতে উপজেলার বাইশারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড রাঙ্গাঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত তৈয়বা বেগম বাইশারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মগেন ঝিরি গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সিরাজুল ইসলাম ঘরের মধ্যে রক্তাক্ত স্ত্রীর মরদেহ দেখতে পেয়ে ৯৯৯-এ ফোন করেন। পরে সেখানে থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পার্শ্ববর্তী রাবার বাগান দখল নিয়ে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, সকালে ঈদগড় বাজারে নিহতের কানের দুল বিক্রি করতে আসা মো. ফারুক (২২) নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাশরুরুল হক জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যায় জড়িতদের আটক করতে অভিযান চলমান।

নয়ন চক্রবর্তী/এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।