বরিশালে সড়ক সংস্কারের দাবিতে চার ইউনিয়নবাসীর মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৭:০৮ পিএম, ২১ মার্চ ২০২৫

বরিশাল সদর উপজেলাসহ চার ইউনিয়নের প্রায় অর্ধলক্ষ মানুষের চলাচলের মূল সড়কের সংস্কার কাজ দীর্ঘ দিন বন্ধ। এতে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সড়কটি দ্রুত সংস্কারে দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

শুক্রবার (২১ মার্চ) দুপুরে কর্নকাঠি চৌমাথা বাজারে ‘চরআইচা, কর্নকাঠি, রানিরহাট, হলতা ও চরকরনজি এলাকার জনগণ’ ব্যানারে এ মানববন্ধন হয়।

বিজ্ঞাপন

এসময় বক্তারা বলেন, বরিশালের রানির হাট থেকে চরআইচা খেয়াঘাট (সিদ্দিক বাজার) পর্যন্ত রাস্তাটি দীর্ঘ ৬ মাস খুঁড়ে কাজ বন্ধ করে রেখেছেন ঠিকাদার। একাধিকবার বলা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে প্রায় অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ অর্ধলক্ষাধিক মানুষ ভোগান্তিতে রয়েছে। অতিদ্রুত এই সড়ক সংস্কারের দাবি জানাচ্ছি।

বরিশাল মহিলা কলেজের সাবেক অধ্যপক হারুন আর রশিদের সভাপতিত্বে স্থানীয় হাছান মাহমুদ টিটু, শহিদুল ইসলাম মুন্না, সেলিম শাহ ফকির, অলিপ খান প্রমুখ মানববন্ধনে বক্তব্য রাখেন। স্থানীয় যুব নেতা রাজিব খান সঞ্চালনা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শাওন খান/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।