অস্ত্র ঠেকিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৯:৪৩ এএম, ২১ মার্চ ২০২৫

লক্ষ্মীপুরে ধারালো অস্ত্র ঠেকিয়ে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ অভিযোগে নাহিদুল ইসলাম ভূঁইয়া হৃদয় নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে সদর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী সদর মডেল থানায় মামলা করেছেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ওই নারীর স্বামী দেশে থাকাকালীন হৃদয়ের কাছ থেকে এক হাজার টাকা ধার নেন। সেই টাকা পরিশোধ করতে বৃহস্পতিবার সন্ধ্যায় হৃদয়ের বাড়ি যান ওই নারী। ঘরে ঢুকতেই পেছন থেকে মুখ চেপে ধরে খাটের ওপর নিয়ে নারীর হাত বাঁধেন হৃদয়। একপর্যায়ে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ধর্ষণচেষ্টা করেন। এসময় চিৎকার শুনে আশপাশের মানুষ এসে ওই নারীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, অভিযুক্ত হৃদয়কে গ্রেফতার করা হয়েছে। ভুক্তোভোগী নারী মামলা করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কাজল কায়েস/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।