বরিশালে নাহিদের সামনেই এনসিপির দুই গ্রুপের হাতাহাতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৮:৪৮ এএম, ২১ মার্চ ২০২৫

বরিশালে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সামনে দুটি গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যার পর বরিশাল ক্লাবে মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতার পরবর্তী নাহিদ ইসলামের বক্তৃতা শেষে অধিকাংশ সাংবাদিক চলে যান। এরপর বরিশাল ক্লাবের হলরুমে দলের দুটি গ্রুপের নেতাকর্মীরা তাদের কমিটি গঠন নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন। পদবঞ্চিতরা বিক্ষোভ করলে অপর গ্রুপের সঙ্গে তাদের হাতাহাতি শুরু হয়।

বিজ্ঞাপন

এসময় এনসিপির কেন্দ্রীয় নেতারা মাইক দিয়ে তাদের থামানোর জন্য বারবার অনুরোধ জানালেও, আহ্বায়ক নাহিদ ইসলামের উপস্থিতিতেই চলতে থাকে হাতাহাতি। পরে যখন নাহিদ ইসলাম সভা শেষে বের হয়ে যান, তখন গাড়ির সামনে বিক্ষোভ শুরু হলে আবারও উত্তেজনা দেখা দেয়।

সেখানে এক গ্রুপের প্রতিবাদকারীরা নাহিদের গাড়ির পথরোধ করে। এসময় অপর গ্রুপও সেখানে উপস্থিত হয়ে উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শাওন খান/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।