নিখোঁজের ৩ দিন পর খালে মিললো চাচা-ভাতিজার মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:১৭ পিএম, ২০ মার্চ ২০২৫

সিরাজগঞ্জের রায়গঞ্জে নিখোঁজের তিনদিন পর একই স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুন্ঠপুর এলাকার বেড়াদহ খাল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- একই গ্রামে তোতা শেখের ছেলে হৃদয় শেখ (১৮) ও বদিউজ্জামানের ছেলে রিয়াজ (১৯)। নিহতরা সম্পর্কে তারা চাচা-ভাতিজা বলে জানা গেছে।

বৈকুন্ঠপুর গ্রামের সুমন সেখ জানান, তিনদিন ধরে দুজন নিখোঁজ ছিলেন। আত্মীয়-স্বজনের বাড়িতে খুঁজে তাদের পাওয়া যাচ্ছিল না। আজ হঠাৎ মরদেহ দুটি খালের কচুরিপানার মধ্যে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে মরদেহ দুটি উদ্ধার করে নিয়ে যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমএ মালেক/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।