যশোরে ৬৮ জাহাজে অভিযান, জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:০৩ পিএম, ২০ মার্চ ২০২৫

যশোরের অভয়নগরে ভৈরব নদে নোঙর করা জাহাজ ও চামড়ার মিলে অভিযান চালিয়েছে নৌপরিবহন অধিদপ্তর। অভিযানে ৬৮ জাহাজ ও একটি চামড়ার মিলে অভিযান চালিয়ে দুই লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৪টা পর্যন্ত নৌপরিবহন অধিদপ্তরের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান ও অনিন্দ্য গুহ অভিযান পরিচালনা করেন। এ কাজে সহযোগিতা করেন নৌবাহিনী, কোস্টগার্ড পশ্চিম জোন রুপসা স্টেশন খুলনা ও নৌ-পুলিশের চৌকশ দল।

বিজ্ঞাপন

অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান বলেন, লাইটার জাহাজের সংকট, খাদ্যপণ্য মজুদ বন্ধ করাসহ নৌপথে শৃঙ্খলা ফেরাতে অভয়নগরের ভৈরব নদে অভিযান চালানো হয়। বিকেল ৪টা পর্যন্ত উপজেলার চেঙ্গুটিয়া মালোপাড়া হতে শংকরপাশা শাহীনপাড়া এলাকা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এসময় জাহাজের সার্ভে সনদ, প্রথম শ্রেণির স্থলে দ্বিতীয় শ্রেণির মাস্টার দিয়ে জাহাজ চালানোসহ বিভিন্ন অনিয়মের কারণে ১২টি জাহাজে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। বাকি ৫৬ জাহাজের কাগজপত্র ঠিক থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়।

যশোরের অভয়নগরে ভৈরব নদে নোঙর করা জাহাজ ও চামড়ার মিলে অভিযান চালিয়েছে নৌপরিবহন অধিদপ্তর

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিকেলে শংকরপাশা শাহীনপাড়া এলাকায় নদের তীরে একটি বেনামি চামড়ার মিলে অভিযান চালানো হয়। মিলের বর্জ্য পাইপলাইনের মাধ্যমে নদীতে ফেলা, ইটিপি না থাকা ও কাগজপত্রে সমস্যার কারণে মিলের মালিক কামরুজ্জামান ওরফে কামরুল মোল্যাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। নৌপরিবহন অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে খুলনা নৌপরিবহন অধিদপ্তরের পরিদর্শক রাশেদুল আলম ও ডিজি শিপিংয়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এইচআরএম/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।